Sale!

আরজ আলী সমীপে

190৳ 

প্রশ্ন করতে পারা নিঃসন্দেহে চমৎকার একটা গুণ। তবে— উত্তরের আগেই যদি ব্যক্তি অনুসিদ্ধান্তে পৌঁছে গিয়ে থাকে, কিংবা ব্যক্তি যে উৎস থেকে প্রশ্নগুলো ধার করেন সেটা যদি হয় অজ্ঞতা আর গোঁড়ামিতে পূর্ন— সত্যকে নিয়ে সেখানে ছিনিমিনি খেলা সম্ভব বটে। বিশ্বাসের সত্যকে ঘিরে এ-ধরণের অজ্ঞতা আর গোঁড়ামির উত্তর পাওয়া যায় ‘আরজ আলী সমীপে’র পাতায় পাতায়।

Availability: 62 in stock

আরজ আলী মাতুব্বর। জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তার ছিলনা। তবে স্বশিক্ষিত ছিলেন। লোকমুখে শুনা যায় ধর্মের প্রতি একধরনের বিতৃষ্ণা থেকে উনি কলম ধরেছিলেন। বিজ্ঞানমনস্কতার নামে আরজ আলীরা যে ভূলটা করেন তা হলো ধর্ম, বিজ্ঞান,এবং দর্শনকে একই ক্যাটাগরিতে নিয়ে আসা। অক্সিজেন এবং হাইড্রোজেনেরর কম্বিনেশনে পানি সৃষ্টি হয়- তা বিজ্ঞানের আলোচ্য বিষয়। চুরি করলে হাত কর্তন করা অথবা যিনা করলে পাথর মেরে হত্যা করা অথবা কাউকে হত্যার বিনিময়ে হত্যা করা ধর্মের আলোচ্য বিষয়। দর্শনে এ সমন্ধে কিছু বলা থাকলেও বিজ্ঞানে কিছুই নেই। এমতাবস্থায়, ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয়কে যদি একই বাটখারায় ওজন করাটা নিতান্ত বোকামি। হাস্যকর ব্যাপার হলো আজ্ঞেয়বাদী, নাস্তিক, স্যেকুলার’রা বিজ্ঞানমনস্কতার নামে তিনটি আলাদা টপিক কে একই বাটখারায় ওজন করে।
.
আরজ আলী সাহেব সমাজে প্রচলিত কিছু কুসংস্কার কে মূল ইসলামভেবে প্রশ্ন করেছেন। অথচ অধিকাংশ প্রচলিত কুসংস্কারের সাথে কুরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। আরজ আলী সাহেব কী ভুল করেছেন, উনার প্রশ্নের সোর্স কতটুকু সত্য? উনি কি আদতে সত্যের সন্ধান করেছেন? তার পুঙ্খানুপুঙ্খ উত্তর মিলবে ” আরজ আলী সমীপে’ বইটি থেকে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আরজ আলী সমীপে”
Scroll to Top